ক) ভূমি উন্নয়ন কর আদায় ও নিদিষ্ট সরকারি খাতে জমা।
খ) নামজারী জমা ভাগ কেসের সরজমিন তদন্ত ও প্রস্তাব প্রতিবেদন প্রস্ত্তত করন।
গ) সরকারী খাস সম্পত্তি দেখাশোনা ও সংরক্ষন।
ঘ) ভূমিহীনদের মধ্যে সরকারী খাস জমি বন্টনে সহায়তা করা।
ঙ) দেওয়নী মোকাদ্দমার S.F তৈরী করা।
চ) রেজিষ্টার সংরক্ষন ও ভূমি তথ্য সংরক্ষন।
ছ) অর্পিত সম্পত্তি দেখা শোনা ও সংরক্ষন।
জ) মহাল সমূহের তথ্য সংরক্ষন ও দেখা শোনা করা।
ঝ) ভূমি মালিকদের মৃত্যুর পর তার ওয়ারিশদের রেকর্ড হাল করনে সহায়তা করা।
ঞ) ভূমি আইন সম্পর্কে ভূমি মালিকদের অবহিত করা।
ট) ভূমি বিরোধ নিরসনে ভূমির মালিকদের সহায়তা করা।
ঠ) ফরায়েজ করা।
ড) অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।
ঢ) প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস