Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফোনে পুলিশ সহায়তা

গ্রাম পুলিশের দায়িত্ব

ইউনিয়ন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের দায়িত্ব :

 

১। দিনে রাতে ইউনিয়নে পাহারা এ টহলদারি করা :

২। অপরাধের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে সহায়তা প্রদান:

৩। ইউনিয়নের খারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য করা এবং এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা;

৪।পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোন সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কে থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা;

৫। চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের সরকারি দায়িত্ব পালনে সহায়তা;

৬। ইউনিয়নে নিম্নলিখিত অপরাধ অনতিবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিক করা :

দাঙ্গা হাঙ্গামা ।

গোপনে মৃতদেহ সরিয়ে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য গোপন করা:

কোন শিশুকে বাড়ি হতে বের করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া:

আগুনের সাহায্যে সংঘটিত ক্ষতি:

বিষ প্রয়োগে গবাধি পশুর অনিষ্ট বা ক্ষতি করা:

নরহত্যা বা আত্মহত্যার প্রচেষ্টা:

 

সন্ত্রাস ও সামাজিক বিশৃঙ্খলা

 

১। পরিষদের আইন শৃঙ্খলা রক্ষা স্থায়ী কমিটির সভায় সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে আলোচনার সময় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা :

২। এলাকার সন্ত্রাসী কার্যক্রম পর্যালোচনা ও স্থানীয় সন্ত্রসীদের চিহ্নিত করতে সাহায্য করা:

৩। বেইজ লাইন সার্ভের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাব্য তথ্য সংগ্রহ করায় সহায়তা প্রদান :

 

প্রতিবন্ধীদের কল্যাণে গ্রাম পুলিশের ভূমিকা :

 

১। বেকার, অসহায় ও বৃদ্ধ প্রতিবন্ধীদের খুজে বের করতে সহায়তা করা:

২। বির্যাতন এবঙ প্রতারণার হাত হতে প্রতিবন্ধীদের রক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা:

৩। আদম শুমারীতে প্রতিবন্ধীগণকে চিহ্নিত করে পৃথক তালিকা প্রণয়নে সহায়তা করা: